
চাঁদপুরে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী অসহার গরীব মানুষদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, পিপিএম (বার)।
তিনি নিজ হাতে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেন। সোমবার সকালে শহরের কোড়ালিয়া সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লাঠি কিংবা অস্ত্র নিয়ে নয়, এবার পুলিশ বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে ছুটে গেলেন অন্য উদ্দেশ্যে। দুস্থ ও অতিদরিদ্র মানুষজনের হাতে তুলে দিলেন খাদ্যসহায়তা। আর তা পেয়ে দারুণ খুশি চাঁদপুরের মেঘনাপাড়ের তিনশতাধিক পরিবার। সোমবার দুপুরে জেলা শহরের কোড়ালিয়া এলাকায় পুলিশকে এমন মানবিক দায়িত্ব পালন করতে দেখা গেছে।
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হতে জনতার। সেই মন্ত্র সামনে নিয়ে করোনাভাইরাসের ভয়ে ঘরে আটকে পড়া মানুষের পাশে দাঁড়াল চাঁদপুর জেলা পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা শহরের কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিয়ে তৈরি করেছে তিন শ বৃত্ত। কিন্তু তখনো স্থানীয়রা জানতেন না, লাঠি-অস্ত্র ফেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য কেন এখানে এমন অদ্ভুত কাজ করছেন। সকালে এমন কাজের পর আরেকদল পুলিশ সেখানে হাজির। আশপাশে ছুটে গিয়ে তারা খুঁজতে শুরু করলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে আটকে পড়ে আছে ক’টি পরিবার। এখন তাদের জীবনযাপনই বা কেমন। দুই ঘণ্টার চেষ্টায় তিন শ পরিবার খুঁজে পেল পুলিশ। যারা খুব কষ্টে আছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।
এবার পাশের বিদ্যালয় মাঠে তৈরি করা বৃত্তের মধ্যে অবস্থান করতে ডাক পড়ে
তাদের। এ সময় ঘর থেকে ছুটে আসেন তালিকাভুক্ত পরিবারের মানুষজন। নিরাপদ
সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের দাঁড়াতে বলা হয়। তারপর তাদের হাতে তুলে
দেওয়া হয় চাল, ডাল, আটা, তেল, আলু ও সাবান। সবমিলে সাড়ে ১২ কেজি ওজনের
খাদ্যসামগ্রী। তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান মানবিক এমন উদ্যোগ প্রসঙ্গে
বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে পুলিশের নিজস্ব অর্থায়ন থেকে দুস্থ
অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস মাত্র। তিনি বলেন, দুষ্টের
দমন সৃষ্টের পালনের সঙ্গে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, সেই
মন্ত্র নিয়েই আমরা এই সময় আরো মানবিক হতে চেষ্টা করছি। পুলিশ সুপার বলেন,
নেতিবাচক নয়, পুলিশ সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা তৈরি করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচ এম আহসান উল্ল্যাহ।