চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরগুলো থেকে গত কয়েকবছর স্থানীয় একটি চক্রের সহযোগিতায় অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে এক শ্রেনীর অসাধু লোক। এক সময় শ্রমিক দিয়ে মাটি কাটা হলেও এখন আর তা করছে না। এখন ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে বিশাল আকারে গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
অবৈধভাবে মাটি কেটে বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হিন্দুলি চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যাক্তিকে ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন লোকজন জানায়, বিভিন্ন প্রজক্টের নাম দিয়ে এক শ্রেনীর লোকজন প্রভাব খাটিয়ে চরের মাটিগুলো অবৈধভাবে বিভিন্ন ইটা ভাটায় বিক্রি করে দেয়। হিন্দুলি চরে মোক্তার তালুকদার নামে এক ব্যাক্তি মাটি কাটার কারণে জরিমানা করা হয়। এই মাটিকাটা চক্রে অনেক লোক জড়িত। তাদেরকেও আইনের আওতায় আনা দরকার।
চাঁদপুরনিউজ/এমএমএ/সিনিয়র করেসপন্ডেন্ট/