চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিআইডব্লিউটি কার্যালয় পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রানল বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি ২৫ নভেম্বর বুধবার দুপুরে তিনি এ কার্যালয় দুটি পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে দুটি অফিসের কার্যক্রম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ডাঃ দীপু মনি এমপি।তিনি তিনি নতুন নতুন বিষয় ও জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে দু কার্যালয়ের কর্মকতাদের সাথে মতবিনিময় করেন ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবির , অভ্যন্তরিন নৌ-পরিবহনের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, বিআইডব্লিউটির উপ-পরিচালন মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল ইসলাম মন্টু পাটওয়ারী, শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রব ভূ্ইঁয়া,শ্রমবিষয়ক সম্পাদক রফিক ভুইয়া, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটওয়ারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান,যুবলীগ নেতা ফারুক ভুইয়া সহ আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।