স্টাফ রিপোটার্র ঃ
জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৭ উপলক্ষে সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় বিশেষ অবদানের জন্য চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।সোমবার (৩১ জুলাই ) জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৭ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব ) মোহাম্মদ আব্দুল হাই’র এর সভাপতিত্বে এক অনুষ্ঠানে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ক্রেষ্ট গ্রহন করেন জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক । এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা প্রশাসক (সার্বিক ) আয়েশা বেগম,জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মোঃ মাসুদ হোসেন ,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃমিজানুর রহমানসহ অন্যান্য সরকারি-বেসরকারী কর্মকর্তাগন ।
জানা গেছে,চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক গত ২৬/৭/২০১৬ খ্রি: দায়িত্বভার গ্রহণ করেন । চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক গত এক বছরের নাগরিক সেবায় এবং সুশাসন নিশ্চিত করণে ব্যাপক কার্যক্রম গ্রহন করেন এবং বাস্তবায়ন করেন । ৬নং মৈশাদী ইউনিয়নকে চাঁদপুর জেলার মধ্যে একটি ডিজিটালাইজড ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে কাজ শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে মৈশাদী ইউনিয়নে প্রায় সকল নাগরিক সেবা অকল্পনীয়ভাবে অনলাইনের আওতায় আনা সম্ভব হয়েছে। মৈশাদী ইউনিয়ন পরিষদে ই-লাইব্রেরী এন্ড স্টুডেন্ট কর্নার, ফ্রি ওয়াই-ফাই জোন, নেটওয়ার্কিং সিসি ক্যামেরা স্থাপন,ক্যাবল পোর্ট এর মাধ্যমে খড়পধষ অৎবধ ঘবঃড়িৎশ ( খঅঘ ) স্থাপন, অনলাইনে নাগরিক সনদ প্রদান, ব্যবসা-বাণিজ্য লাইসেন্স ,ওয়ারিশান সনদ,জন্ম এবং মৃত্যু নিবন্ধন সনদ প্রদান এর ব্যবস্থা গৃহীত হয়েছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে দৃষ্টিনন্দন রং এবং আসবাবপত্র দ্বারা সুসজ্জিতকরণ, মুসল্লিদের জন্য নামাজের স্থান তৈরী ,ধুমপান মুক্ত কমপ্লেক্স ভবন ঘোষণা, ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েব সাইট সধরংযধফরঁঢ়.পযধহফঢ়ঁৎ.মড়া.নফ,ই-মেইল: ঁঢ়থসধরংযধফর@ষমংঢ়ষমফ.মড়া.নফ এবং ফেইজ বুক মৈশাদী ইউপি চাঁদপুর সদর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক সেবা প্রদান করছেন। এছাড়া নিমোক্ত নাগরিক সেবা প্রদান করা হয়। বৈবাহিক সনদ,আয়ের সনদ, গ্যাস,পানি,বিদ্যুৎ,রোড কাটিং অনুমতি প্রত্যয়ন ,ভূমিহীন প্রত্যয়ন ,একই ব্যক্তি প্রত্যয়ন,ক্ষমতা প্রদান প্রত্যয়ন,পুনঃ বিবাহ না হওয়া প্রত্যয়ন,অভিভাবকের সম্মতিপত্রের প্রত্যয়ন, কমিটির সনদপত্র,কাজ সম্পাদনের প্রত্যয়ন, সহযোগিতার প্রত্যয়ন সমূহসহ ইউডিসি থেকে রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া হয় । বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা,ভিজিডি,ভিজিএফ, ১০ টাকা কেজি দরে হতদরিদ্রের মাঝে চাল,এলজিএসফি,টিআর,কাবিটা,কাবিখা, এছাড়া মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং রোধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়। ইউনিয়ন উন্নয়ন সম্বনয় কমিটি (ই্উডিসিসি) সভা ও উন্মোক্ত বাজেট সভা করা হয়েছে। মৈশাদী ইউনিয়ন পরিষদ ডিজিটাল উদ্ভাবণী মেলা ও সনাক টিআইবি আয়োজিত তথ্য মেলা, লানিং এন্ড আনিং মেলা,উন্নয়ন মেলায়,ইন্টারনেট সপ্তাহ মেলায় অংশ গ্রহন। মৈশাদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার পুরস্কার প্রাপ্ত হন। ইউডিসি আয়ে সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন। এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন সৈয়দা সরোয়ার জাহান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন) , দীপক চক্রবর্ত্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম, মোঃ আব্দুস সবুর মন্ডল,জেলা প্রশাসক,চাঁদপুর, মোহাম্মদ আবদুল হাই ,উপ-পরিচালক (উপ-সচিব) ,স্থানীয় সরকার,চাঁদপুর,মাসুদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা,ইউএনডিপি প্রতিনিধি জাপানী নাগরিকসহ বিভিন্ন উচ্চ পদস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শন করে ভূঁয়শী প্রশংশা করেন।