চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল সভায় সভাপতিত্ব করেন। শুরুতেই গতমাসের সভার সিদ্ধান্তসমূহ ও অগ্রগতি এবং এ সভার আলোচ্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। এরপর উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা ছাড়াই পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং নির্বিঘ্ন হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন, উপজেলা সমূহের প্রশাসনিক কর্মকর্তা ও থানার ওসিদের ধন্যবাদ জানানো হয়। বিআইডবিস্নউটিএ’র পক্ষ থেকেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য বিভাগকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সভায় উন্মুক্ত আলোচনায় বেশ গুরুত্ব পায় চাঁদপুর শহরের যানজট, প্রধান প্রধান সড়কগুলোর বেহাল দশা, বিদ্যুৎ সমস্যা, বাবুরহাট বাজার মোড় এলাকায় অবৈধ স্থাপনা ও বিদ্যুতের লোডশেডিং। পাশাপাশি আত্মহত্যার ঘটনা, চুরি এবং মাদক ও জঙ্গিবাদ নির্মূলেও আলোচনা হয়। উল্লেখিত বিষয়গুলোর সমাধানকল্পে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, নৌ-বিভাগের পুলিশ সুপার সুব্রত হালদার, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী (দুলাল), জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ), হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বিআইডাবিস্নউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও চাঁদপুর বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগের দুইজন প্রতিনিধি আলোচনায় তাদের বক্তব্য তুলে ধরেন। উল্লেখিতরা তাঁদের বক্তব্যে চাঁদপুরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক পর্যায় রয়েছে উল্লেখ করে বর্তমানে বিরাজমান সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর শহরে যে যানজট ও বিভিন্নস্থানে রাস্তার যে করুণ অবস্থা, এ থেকে জনগণকে স্বস্তি দিতে হবে। আর যানজট থেকে রক্ষা পেতে দিনের বেলায় শহরে ট্রাক ঢুকতে পারবে না। এ ক্ষেত্রে তিনি ট্রাফিক ইন্সপেক্টরের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া ওয়্যারলেস হতে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করা এবং বিদ্যুৎ সার্ভিস সহনীয় পর্যায় রাখার জন্যে তিনি সওজ নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন। আর ওয়্যারলেস ও বাবুরহাট বাজার মোড় থেকে সিএনজি স্কুটার, অটোবাইকের জট ও অবৈধ বাজার উচ্ছেদ করা হবে বলে তিনি সভায় জানান।
জেলা প্রশাসক আরো বলেন, রাষ্ট্রদ্রোহী কাজ আমরা কখনই বরদাস্ত করবো না। আমাদের কর্মকর্তাদের মধ্যে সুন্দর সমন্বয় রয়েছে। সকল কর্মকর্তাকে অনুরোধ করে তিনি বলেন, আপনারা আন্তরিক ও দায়িত্ব নিয়ে কাজ করায় চাঁদপুর যে উচ্চতায় উঠেছে, সেখান থেকে নামার সুযোগ নেই। চাঁদপুর অনেক ক্ষেত্রে মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। সরকার কিন্তু চাঁদপুরকে এখন ভিন্ন আঙ্গিকে দেখেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সকলের সমন্বিত প্রচেষ্টার ফলেই চাঁদপুর সরকারের কাছে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, আগামী ১৩ জুলাই জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে যে তিনজন জেলা প্রশাসক সমস্যা উত্থাপন করতে পারবেন, তার মধ্যে চাঁদপুরের ডিসিকে চয়েজ করা হয়েছে। তাই তিনি চাঁদপুরের যে কোনো বিভাগের সমস্যা তাকে জানানোর অনুরোধ করেন। জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুরের অবস্থান ভিন্নতর স্থানে চলে গেছে। সর্বক্ষেত্রে এখানকার আইনশৃঙ্খলা ভালো। আর ভালোর দিকটা বজায় রাখতে নিজেদের আচার-আচরণ মানুষের সেবার মধ্যে যেনো থাকে।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা থাকায় আমরা শান্তিপূর্ণ ঈদ উদ্যাপন করতে পেরেছি। কোরবানির ঈদও যেনো একইভাবে হতে পারে সে প্রত্যাশা তিনি করেন। তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে আমাদেরকে মাঠে থাকতে হবে। জনগণের সাথে মিশে তাদেরকে এ ব্যাপারে সজাগ রাখতে হবে। সবাই মিলে কাজ করলে চাঁদপুরের আইনশৃঙ্খলা সুন্দরভাবে বজায় থাকবে। নৌ পুলিশ সুপার বলেন, নদীতে চাঁদাবাজি এবং ডাকাতি যাতে না হয় সেদিকে আমাদের নজরদারি রয়েছে।
চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেন, চাঁদপুর শহরের অধিকাংশ রাস্তার টেন্ডার হয়ে গেছে। বর্ষার কারণে কাজ শুরু হচ্ছে না। দিনের বেলায় শহরে ট্রাক ঢুকায় যানজটের সৃষ্টি হচ্ছে। রাত আটটার পর ট্রাক ঢুকার ব্যবস্থা করতে হবে।
আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বক্তব্যে চাঁদপুরে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে বলে উল্লেখ করেন। এছাড়া তিনি বলেন, বিভিন্নস্থানে চুরি বেড়ে গেছে। ওয়্যারলেস হতে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে অনেক গর্ত, আর এসব গর্তে গাড়ি আটকে জ্যাম লেগে যাচ্ছে। সভায় জনগুরুত্বপূর্ণ আরো নানা বিষয় তিনি তুলে ধরেন। সরকারের বদনাম যেনো না হয় সংশ্লিষ্ট বিভাগগুলোকে জনদুর্ভোগ কমাতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আরো তৎপর হতে তিনি অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই, সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদীপ কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মোঃ আফজাল হোসেন, এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক এবিএম ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
শিরোনাম:
শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৮ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।