অভিজিত রায় ॥
আসন্ন চাঁদপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬কে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় পৌর পাঠাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মো. শামছুল হক ভূঁইয়া এমপি। সভা শেষে তিনি সাংবাদিদের জানান, ২০১৬ সম্মেলনকে সামনে রেখে আজকের এ বর্ধিত সভা অত্যন্ত সুন্দর ও সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারী সকাল থেকে চাঁদপুর স্টেডিয়ামে সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত সভা চলবে। সম্মেলন উপলক্ষে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটি আহ্বায়ক জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মো. শামছুল হক ভূঁইয়া এমপি ও সদস্য সচিব সাধারণ সম্পাদক আবু নঈন পাটোয়ারী দুলাল। এছাড়াও প্রস্ততি কমিটিতে জেলা আওয়ামীলীগে সকল সদস্যগণের উপস্থিতি থাকবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাফুল ইসলাম এমপি। সম্মেলন উদ্বোধন করবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, বীরবাহাদুর এমপি, সাবেক আইনমন্ত্রী আ. মতিন খসরু, কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলানেত্রী ফরিদুল নাহার লায়লী, সম্মানিত সদস্য সুজিত রায় নন্দী, এছাড়াও চাঁদপুরের সকল সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন বলে তিনি জানান। সম্মেলন সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈন পাটোয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মানিত সদস্য সুজিত রায় নন্দী। সভায় জেলা আওয়ামীলীগের সকল সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।