সামনে নির্বাচন, সরকারের চলমান উন্নয়ন প্রকল্প জনগনের কাছে দৃশ্যমান করতে হবে
—–জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার:॥ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল ১৯ জুন সকাল দশটায় জেলা প্রশাসক,চাঁদপুর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ইউনিয়ন থেকে উপজেলা এবং শহরে সরকারের গৃহীত চলমান যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে। সেগুলোকে নিদ্দিষ্ট সময়ের মধ্য দ্রুত কাজ শেষ করে জনগনের কাছে দৃশ্যমান করতে হবে। সামনে নির্বাচন,জনগন দেখবে উন্নয়ন ।সেই দিক লক্ষ রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সকল বিভাগের কর্মকর্তাদের আহবান জানান।
জেলা প্রশাসক আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিলো।আমরা সব ধরনের কার্যক্রমে সফল হয়েছি।শহর এলাকার যাতায়াত,লঞ্চ চলাচল,যোগাযোগ ব্যবস্থা,আমাদের ফেরি ব্যবস্থাপনা সমস্ত কিছুই ভালো ছিল। আবার মানুষ কর্মস্থলে ফিরবে,সেই ব্যস্থতাও আমরা সফলকাম হবো।আমাদের অনেক ভালো ভালো অর্জন চাঁদপুরের চারদিকে আলোকিত হচ্ছে।চাঁদপুরের কৃর্তী সন্তান লে.জে. আজিজ আহমেদ বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।আমাদের বিশাল গর্বের বিষয় আমরা তাকে ধন্যবাদ জানাই।জনগন যাতে স্বস্থি,শান্তি ও আনন্দ পায় এবং এই দেশটির সোনার বাংলার সুফল তারা উপভোগ করবে আমরা সেটাই চাই। কোনো উন্নয়ন কাজ অন্ধকারে থাকবেনা,আলোতে নিয়ে আসতে হবে। অবহেলায় ফেলে রাখা যাবেনা। আজকে সুন্দর ভাবে উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। এ জন্য উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান এবং সকল উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন কামনা করেন।
শুরুতে গতমাসের কার্যবিবরণী সভায় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ,প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা আলহাজ¦ ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী।উম্মুক্ত আলোচনায় রাস্তা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, হাইমচর-চরভৈরবী নতুন রাস্তা জোয়ারের পানিতে ভেঙ্গে যাচ্ছে বিসয়টি তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।বিভিন্ন বিভাগের প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবীর চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান,বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহাম্মদ,জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু খালেদ মো.সাইফুল্লাহ প্রমুখ।সিভিল সার্জন ডা.মো.সাইদুজ্জামান,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.ইলিয়াছ,উপজেলা নির্বাহী কমৃকর্তাগণসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
সভায় সবচেয়ে বেশি আলোচনা হয় গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ, মতলব উত্তর বেড়িবাঁধ সড়ক,শাহরাস্তি-চিতোষী ,দোয়াভাঙ্গা-শাহরাস্তি-পানিওয়ারী রাস্তার উন্নয়ন কাজ সর্ম্পকে।এছাড়া আলোচনা হয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ সংরক্ষন,হরিণা-ফেরিঘাট,হাইমচর চরভৈরবী কাটাখাল নদী ভাঙ্গন সংরক্ষন কাজ নিয়ে।জনস্বাস্থ্য প্রকৌশল,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,এলজিইডি,কৃষি বিভাগসহ অন্যান্য ডিপাটমেন্টের চলমান প্রকল্প কাজের অগ্রগতি নিয়েও বেশ কথা হয়েছে। জেলা প্রশাসক এসব কাজে কোনো সমস্যা থাকলে তা জেলা প্রশাসককে তাৎক্ষণিক জানানোর নিদ্দেৃশ দেন। সভায় ােিরা জানানো হয় এবার বর্ষায় চাঁদপুরে ৩০ লাখ গাছের চারা লাগানো হবে। তা যেনো দায়সারা ভাবে না লাগানো না হয়। প্রত্যেকটি গাছ বেঁচে থাকতে পারে সেই প্রক্রিয়ায় লাগানোর সিদ্ধান্ত হয়। এছাড়া ২৩ জুন আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস ডে, ২০১৮ জাতীয় মৎস্য সপ্তাহ পালন,পক্ষকাল ব্যাপী চাঁদপুরে বৃক্ষমেলা এবং ১১ জুলাই বিশ^ জনসংখ্যা দিবস উদযাপন বিষয়েও আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে সভায়।
পৌর মেয়র নাছির উদ্দিন তাঁর বক্তব্য বলেন, আমরা জনগনের কাছে দায়বদ্ধ। সরকারের দশ বছরের অর্জন যাতে মানুষের কছে বলতে পারি সেই লক্ষ রেখে সরকারি কর্মকর্তারা কাজ করবেন। প্রত্যেকে আন্তরিকতা বাড়িয়ে দিবেন।প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুন্দরভাবে ঈদ উদযাপন হওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন,পুলিশ সুপারের নেতৃত্বে এবার ঈদযাত্রায় আমরা সফলতার সহিত কাজ করতে পেরেছি॥ মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান আছে।