স্টাফ রিপোর্টার
আগামী ৪ জুন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও একজন মুক্তিযোদ্ধার আবেদনের প্রেক্ষিতে তা স্থগিত হয়ে পড়ে। কিন্তু ১ দিন পার না হতেই সুপ্রীম কোর্টে আপীলের প্রেক্ষিতে নির্বাচন না হওয়ার বাধা দূর হয়ে যায়। ফলে ৪ জুন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হতে আর কোনো বাধা রইলো না। জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চাঁদপুরের জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত তফসিলকে চ্যালেঞ্জ করে নির্বাচন স্থগিতাদেশ চেয়ে চাঁদপুর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নং ৭১/২০১৪ দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এ নির্বাচন স্থগিতের পূর্বে জেলা রিটার্নিং অফিসারকে কেনো নির্বাচন স্থগিত করা হবে না এ মর্মে জবাব চান। সেটি সন্তোষজনক না হওয়ায় গত ২২ মে বিজ্ঞ আদালত পুনরায় ভোটার তালিকা সংশোধন করে হালনাগাদ ভোটার তালিকা করে পুনঃ তফসিল ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচন করার আদেশ দেন এবং আগামী ৪ জুন জেলা ও চাঁদপুরের ৮টি উপজেলা ইউনিটের নির্বাচন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত ঘোষণা করেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে গতকাল ২৭ মে মঙ্গলবার নির্বাচন কমিশনার সুপ্রীম কোর্টে আপীল করলে মাননীয় চেম্বার জজ নিম্ন আদালতের স্থগিতাদেশ ব্রেকেট করে দেন। ফলে ৪ জুন জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হতে আর কোনো বাধা রইলো না। জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে এ তথ্য জানা যায়।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।