প্রতিনিধি
চাঁদপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু করেছে চাঁদপুরের বাস মালিক ও শ্রমিকরা। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধ হবে- এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গতকাল মঙ্গলবার এই রুটে বাস চলাচল বন্ধ করে দেন তাঁরা।
চাঁদপুর বাস মালিক সমিতির সহসভাপতি মফিজ সরকার জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হবে- এমন আশ্বাস পাওয়ার পর তাঁরা বাস চলাচল শুরু করার উদ্যোগ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পরিবহন নেতা নামধারী কতিপয় ব্যক্তি রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে প্রতিবার একটি বাস থেকে দুই হাজার ২০০ টাকা করে চাঁদা তুলছে। বিষয়টি অনৈতিক হওয়ায় এর প্রতিবাদ করায় বেশ কয়েকবার চাঁদপুরের বাস মালিক ও শ্রমিকরা নাজেহাল হন সায়েদাবাদে। এর প্রতিবাদে এবং চাঁদাবাজি বন্ধে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।