শওকত আলী॥
চাঁদপুর থেকে ঢাকা সহ সকল স্থানের সকল প্রকার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। রবিবার (২১ আগস্ট) রাত ৮টায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তার কার্যালয় থেকে লঞ্চ মালিক পক্ষকে এই তথ্য জানানো হয়। সেই আলোকে রাত ৯টা থেকে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া সকল যাত্রী বাহী লঞ্চ বন্ধ থাকবে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে চাঁদপুরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বিআইডাব্লিউটিএর উর্ধ্বন কর্তৃপক্ষের নির্দেশে সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন লঞ্চ চলাচল করবে না।
তিনি আরো জানান, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সোনারতরী- কাঠপট্টি এলাকায় এবং এমভি ঈগল লঞ্চ মুন্সীগঞ্জ এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছে। এসব লঞ্চের যাত্রীরাও নিরাপদে রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, চাঁদপুরে পদ্মা- মেঘনা নদীর উত্তাল ঢেউয়ে শহর রক্ষাবাঁধের অবস্থা ভয়াবহ রূপ ধারন করেছে। নদীর ঢেউ প্রচন্ড গতিতে এসে শহর রক্ষাবাঁধের সাথে ধাক্কা লেগে নদী পাড়ে পানি উঠে যাচ্ছে। এতে করে শহরবাসী মারাত্বক আতঙ্কের মধ্যে রয়েছে। জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার সহ সকল প্রশাসনিক কর্মকর্তারা এ খবর পেয়ে শহর রক্ষাবাঁধের মূল হেডে গিয়ে অবস্থান নিয়েছেন। তারা সার্বক্ষনিক দূর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান তত্তাবধায়ক মো: আতাউর রহমান তার কার্যালয়ের কর্মকর্তারা সহ শহর রক্ষাবাঁধের মূল হেডে পরিস্থিতি ভয়াবহ দেখে অবস্থান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পদ্মা- মেঘনার ঢেউয়ের আঘাত শহর রক্ষাবাঁধে অব্যাহত রয়েছে। এতে শত শত শহরবাসী আতঙ্কিত হয়ে শহরের বড় স্টেশন শহর রক্ষাবাঁধের মূল হেডের কাছাকাছি অবস্থান করছেন।