রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে টহল সদস্যদের মাঝে শাড়ি, লুঙ্গি, চিনি, সেমাই, চালসহ ঈদ সামগ্রী, পোষাক, চিকিৎসা সেবা কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহার পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজাল হোসেন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, জেলা কমিউনিটি পুলিশিং উপদেষ্টা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন। পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং অফিসার মো. হারুনুর রশিদ,এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলী, জেলা পরিবহন কমিটির সাধারণ সম্পাদক রোটা. মো. মফিজ উদ্দিন সরকার, চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার সরদার, শেষে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলীর কন্যা আনিকার রুহের মাগফেরাত কামনা ও যাদের সহযোগীতায় টহল সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে তাদের সু-স্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন টহল সদস্যরা নতুন পোষাক পরিধান করে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত যানযট নিরসনে ট্রাপিক পুলিশের সাথে কাজ করেন। পরে পুলিশ সুপারের নেতৃত্বে চাঁদপুুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালি বের হয়ে হাসান আলী সপ্রাবিতে আলোচনা সভায় মিলিত হয়।