রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর পুরাণ বাজার পৌর ৪নং ওয়ার্ড পূর্ব জাফরাবাদ রাঢ়ী বাড়িতে স্ত্রী মাহমুদা আক্তার ২০ কে পিটিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পিতা মাসুম রাঢ়ী। এ ঘটনায় ১২ আগষ্ট রবিবার ভোর রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং স্বামী রুবেল দালাল কে ৩০ কে আটক করে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলি ও ওসি তদন্ত মাহবুব মোল্লা।
জানা যায়, দেড় মাস আগে নূরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মাহমুদা কে জোর পূর্বকভাবে রুবেল দালাল উত্তপ্ত করে। পরে প্রেমের প্রলোভন দেখিয়ে অবশেষে মাহমুদাকে বিয়ে করে। বিয়ের পর থেকেই রুবেল দালাল তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য প্রায়ই মারধর করতো। রবিবার রাতে ইজি বাইক চালক রুবেল দালাল তার ৩য় স্ত্রী মাহমুদা কে পিটিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে স্বামী রুবেলের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। পরে মাহমুদা কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ সময় পুলিশ নিহতের স্বামী রুবেল দালাল কে হাসপাতাল থেকে আটক করে। রুবেল দালাল এর পূর্বে জাফরাবাদ ও লক্ষিপুরে ২টি বিবাহ করে। নিহত মাহমুদা তার ৩য় স্ত্রী ছিলেন। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ ওলি জানায়, নিহত মাহমুদার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।