চাঁদপুর পৌরসভার নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরন প্রকল্প-২ (ইউজিআইআইপি) এর নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা স্থানীয় পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন ইউজিআইআইপি প্রকল্পটি চাঁদপুর পৌর সভার সাথে ৬ বছর ধরে কাজ করেছে। যা পৌর এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। আমি এ প্রকল্পের সাথে জড়িত সকল কর্মকর্তাকে পৌরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামী জুন মাস পর্যন্ত এ প্রকল্পটি চাঁদপুর পৌরসভার সাথে কাজ করবে। দেশের স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রে উন্নয়ন অবিসম্ভাবী। উন্নত রাষ্ট্রগুলোতেও তৃনমূল জনগণের উন্নয়নের জন্য ইউজিআইআইপিসহ বিভিন্ন প্রকল্প রয়েছে। আমাদের এ জবাবদিহিতামূলক সভা (টিএলসিসি) চলমান থাকবে। জবাবদিহিতা না থাকলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের সভার ফলে মেয়র হিসেবে তৃনমূল জনগণের কাছে আমার জবাবদিহি করতে হয়।
পৌর সভার প্রধান সহকারী মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিএলসিসি সদস্য জীবন কানাই চক্রবতী, আবুল কালাম পাটওয়ারী, গোলাম কিবরিয়া জীবন, কাজী শাহাদাত, আব্দুর রশিদ, শাহজাহান চোকদার, নুরুল ইসলাম মিয়াজী, পৌর সচিব আবুল কালাম ভূ্ইঁয়া, তমাল কুমার ঘোষ, শাহাজাহান মাতাব্বর, জেআইডেএর সিনিয়র কনসালটেন্ট ওমর খৈয়াম, প্রতিনিধি আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মাহফুজ বেপারী, চাঁন মিয়া মাঝি, আসলাম গাজী, সহদেব ঘোষ, মহিলা কাউন্সিলর খালেদা রহমান, রেবেকা সুলতানা বকুল, আয়শা রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দন, টিএলসিসি সদস্য মেহেরুনিক ও মনোয়ারা বেগম প্রমূখ।