রফিকুল ইসলাম বাবু।
ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার কু-রুচিপূর্ন, মানহানীকর, উস্কানিমূলক, বিভিন্ন পোস্ট-কমেন্টস্ ও শেয়ার করার দায়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য হুমায়ূন কবির হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে কোটে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আদালতে রিমান্ডের আবেদন ও করা হয়েছে। ২১ জুন গভীর রাতে শাহরাস্তি গেইট দোয়াভাংঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই রাতেই তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ সংশোধিত ২০১৩ এর ৫৭ (২) ধারায় তার বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আহসান মন্জুরুল ইসলাম জুয়েল বাদী হয়ে মামলা দায়ের করেন। শাহরাস্তি থানায় মামলা নং-১১ । মামলায় উলে¬খ্য করা হয়েছে, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সম্পর্কে ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার কু-রুচিপূর্ন, মানহানীকর, উস্কানিমূলক, বিভিন্ন পোস্ট-কমেন্টস্ ও শেয়ার করেছেন এই আওয়ামীলীগ নেতা। মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ (তদন্ত) নূর হোসেন মামুন তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, আটক হুমায়ুন কবীর হীরুর সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।