রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া লক্ষীপুর মডেল ইউনিয়ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছে। জানা যায় লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ীতে বাড়ীতে ঢুকে আজ সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পুরুস, মহিল ও শিশুসহ ২০ জনকে কামড়িয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সদর জেনারে হাসপাতালে ২০ জনই চিকিৎসা নেয়। আহতরা হলেন, রহিমা আক্তার (১৭), আয়শা আক্তার (১৮), শাহিদা আক্তার (১০), তানিয়া আক্তার (১২), নুরজাহান (১৫), সাহিন (৩) ফাতেমা (৩), স্মৃতি (১১), শ্রাবণ (৭), সুমা ত্রিপুরা (২৭) এরা সবাই হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন। এবং অনেকে নিজ খরচে বাহির থেকে ব্যক্সিন নিয়ে ডাক্তারের মাধ্যমে সেবা গ্রহণ করে। ঐ এলাকায় বাড়ীতে বাড়ীতে ঢুকে যাকে পায় তাকেই কামড় দেয় এবং শরীরের মাংশ নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ এই চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার, আয়া হিমশিম খেতে হয়। পাগলা কুকুরটি ধরতে ঐ এলাকায় শত শত মানুষ মাঠে নামে।