চাঁদপুর: চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে অভিযান চালিয়ে ১ কোটি ৭ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শহরের লঞ্চ ঘাট এলাকার বড় স্টেশন টিলাবারি বস্তির নদীর পাড় থেকে এসব জাল জব্দ করেন।
অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের এডিশনাল এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন, নৌ এএসপি মোঃ হেলাল উদ্দিন, আলু বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান, হরিনাঘাট ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গোলাম নাসিম , চাঁদপুর নৌ থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল হক।
নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/