হাইমচর (চাঁদপুর): গত ৯ এপ্রিল সকাল আনুমানিক ৯ টায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ভিঙ্গুলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন রোগী মোঃ মোস্তফা মিয়া (৬৩) তার নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদোশ্যে রওনা হন। এরপর থেকে তাঁর আর কোন সন্ধান পাওয়া যায় নি বলে নিখোঁজ মোস্তফা মিয়ার পরিবার থেকে জানানো হয়েছে।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার স্বন্ধান পান তাহলে নি¤œ ঠিকানায় যোগাযোগ করার জন্য সকলের কাছে বিনিত অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনায় হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। হাইমচর থানায় জিডি নং- ৭০১।
স্বন্ধান প্রার্থীর সাথে যোগাযোগের পূর্ণ ঠিকানা নি¤েœ দেয়া হইলো। স্বন্ধান প্রার্থী মোঃ মিজান গাজী। গ্রামঃ ভিঙ্গুলিয়া, পোস্ট বাজাপ্তি উপজেলা হাইমচর, জেলা চাঁদপুর। মোবাইল নাম্বার : ০১৭২৬১২৪২৩৯, ০১৮৩৯৩১৮৪২২।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/