চাঁদপুর: চাঁদপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সকাল ১১ টায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।
শোভাযাত্রা পুরান বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মধুসূদন স্কুল মাঠে এসে শেষ হয়।
রুবি জয়ন্তী উৎসবের বিকেলের দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাক্তার দীপু মনি এমপি।
‘আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, চিরবন্ধনে অটুট’ এই স্লোগান নিয়ে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের ৪০ বছর পূর্তিতে দিনব্যাপী নানা কর্মসূচির পালিত হয়।
দুপুরে খেলাধুলা ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা: জে আর ওয়াদুদ টিপু।
সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম খান, পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, রোটারিয়ান মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল।
ক্রীড়া ডেস্ক/চাঁদপুরনিউজ/এমএমএ/