শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মডেল থানার মূল ফটকের পাশে চায়ের দোকানে চুরির ঘটনায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। গত শুক্রবার দুপুরে দোকানদার মিয়া গাজীর ছেলে আমিন হোসেন ও ভায়ের ছেলে রিয়াদ দোকান খুলে চুরির ঘটনা দেখতে পায়।
জানা যায়, বাগাদি ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের মিয়া গাজী দীর্ঘ ৫ মাস পূর্বে মডেল থানার মূল ফটকের পাশে একটি ছোট চায়ের দোকান দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। চোরচক্ররা শুক্রবার ভোরে চায়ের দোকানে উপর দিয়ে উঠে সিগারেট কার্টুন ও কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। প্রায়ই ৬ হাজার ৭শত চল্লিশ টাকার মালামাল চুরি হয়। ঘটনার পরদিন দুপুরে মিয়া গাজীর ছেলে ভাইয়ের ছেলে দোকানে এসে চুরির ঘটনা দেখতে পেয়ে মডেল থানা পুলিশ কে অবহিত করে। এদিকে মডেল থানার সামনে চায়ের দোকানে চুরি হওয়ার খবর শুনে এলাকার ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। মডেল থানা পুলিশ থানা সংলগ্ন এলাকায় মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তারা কীভাবে শহরে সাধারণ জনগনের নিরাপত্তা দিবে এমনই প্রশ্ন মানুষের মুখে। এদানিং কালে চোরচক্ররা শহরে বাসা-বাড়িতে ও দোকানে বেশ কয়েকটি চুরি ঘটনা করার পরেও পুলিশ প্রকৃত চোরদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় চুরির ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে। আবার যেসব চোরদের পুলিশ গ্রেফতার করছে তাদের কে ছাড়িয়ে নেওয়ার জন্য রাজনৈতিক দলেল নেতাকর্মীরা থানায় এসে তদবির করতে শুরু করে। তাই প্রকৃত আসামীদের গ্রেফতার করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়ার কারণে তারা সাহস পেয়ে দিন দিন চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আবার মাদাসক্তযুবকরা মাদকের টাকা যোগাতে শহরে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাদের কে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও চুরি ডাকাতি বন্ধ হবে।