অভিজিত রায় ॥
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে পুরাণ বাজার উদয়ন কচিকাঁচার মেলা ও সপ্তসুর সংগীত একাডেমীর পরিবেশনা। বিকেল সাড়ে ৪টায় পুরাণ বাজার উদয়ন কচিকাঁচার মেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে, আদ্যিতা সাহা, দেবলীনা দাস, সপ্তমী শংকর, গ্রেতাশ্রী, মৌ-সাহা, তিথী সাহা, চন্দ্রিমা দাস, বাবলী দাস, বিথী নন্দী, মাহাদুল জান্নাত, কান্তা দাস, শারমীন মীম, শ্রেয়শী দে, জয়শ্রী, নিশিতা শুত্রধর, পুতুল দাস, ইফফাত ইমু, রাফিকা, জবা দে সহ প্রায় শর্ধ শতাধিক কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। গৌরাঙ্গ সাহার সার্বিক ব্যবস্থাপনায় নৃত্য পরিচালনায় ছিলেন, অপু রায় এবং সংগীত পরিচালনায় ছিলেন অঞ্জনা সাহা, বৃথি সাহা, পিংঙ্কি ভৌমিক। তবল সংগীতে ছিলেন অনিক নন্দি।
রাত ৮টায় চঁাঁদপুর সপ্তসুর সংগীত একাডেমীর পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রূপালী চম্পকের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সপ্তসুর সংগীত একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন, সোমা, সম্পা দাস, আমিন, উপমা, বর্ষা, নয়ন, লিও, পৃথিবী দাস, ঔষর্য, শোভা, ইচ্ছা, জারা, ফুল, সপ্ননীল, তৃণা, শচীন, মুমু, পিও প্রিয়া, প্রনমী, মানসী চক্রবর্তী, প্রদপি সহ অন্যান্যরা।