শিরোনাম:
সোমবার , ১৫ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
মিজানুর রহমানঃ
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং – ৫)এর সকল সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরন করা হয়েছে।২১ জুন বুধবার বেলা বারোটায় সমিতির নিজস্ব কার্যালয়ে সদস্যদের হাতে ঈদ বোনাস তুলে দেন সমিতির প্রধান উপদেষ্টা চাঁদপুরের স্বনামধন্য শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এমএ বারী খান।
এসময় উপস্থিত ছিলেন সমিতির অপর দুই উপদেষ্টা রফিকুল ইসলাম ভুইয়া ও ফয়সাল আহমেদ বাহার।আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি হাজী সেকান্তর আলী সরকার,বর্তমান সাধারন সম্পাদক ইদ্রিস আলী গাজী,মৎস্যবণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির ২০১৭ নি্র্বাচনে সভাপতি প্রার্থী আঃ খালেক মাল,সহ সভাপতি রোটারিয়ান আবদুল বারী মানিক জমাদার,সম্পাদক প্রার্থী মোঃ শবেবরাত,আনোয়ার গাজী,যুগ্ম সম্পাদক শাহজাহান বেপারি,বাদশা মাল, ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারি,পৌর কাউন্সিলর নাছির চোকদার,সমিতির সদস্য হাজী সিরাজ চোকদার,মেজবাহ মাল,আলী আকবর বেপারিসহ আরো অনেকে। এদিন ২৮৬ জন সদস্যকে সমিতির পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা করে মোট ৫ লাখ ৭২ হাজার টাকা ঈদ বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সচিব উত্তম কুমার দে ও হিসাব রক্ষক শংকর সাহা।
ঈদবোনাস প্রদানকে কেন্দ্র করে চাঁদপুর মাছঘাট সমিতির কার্যলয় মৎস্য ব্যবসায়িদের মিলন মেলায় পরিনত হয়।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।