
স্টাফ রিপােটার : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী তপাদার বাড়ীতে আপন ছোট ভাইসহ ৫জনকে হত্যার চেষ্টা ও কুপিয়ে জখমের ঘটনায় গতকাল ৩০ এপ্রিল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হলেন প্রাক্তন মেম্বার আবু হানিফ রাজু তপাদার । মামলা নং ৩০ তারিখ :৩০.৪.২০২০।
ধারা ১৪৩,৪৪৭,৩০৭,৩২৩,৩২৪,৩২৬,৩৮৯,৫০৬। মামলায় প্রধান আসামী অভিযুক্ত সন্ত্রাসী সেলিম তপাদার।অপর আসামীরা হলেন,তার ছেলে সানাউল্লাহ তপাদার,স্ত্রী নাসিমা বেগম।অজ্বাত আরো বেশ কজন। আসামী সেলিম তপাদারের বিরুদ্ধে আরো একাধিক সন্ত্রাসী ও নাশকতার মামলা রয়েছে।
মামলার তদন্ত কমকতা আওলাদ জানান,আসামীদের ধরতে অনুসন্ধান চলছে। মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে আসামীদের গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন।
অপরদিকে জানা গেছে,বাদী রাজু তপাদারের বড় ছেলে রক্তাক্ত জখম সানি ও মেজ ছেলে জনি হাসপাতালে রয়েছেন।তাদের জীবন শংকাটাপন্ন।তারা জীবন-মৃত্যুর সন্ধীক্ষনে রয়েছেন।
উল্লেখ্য,গত ২৮ এপ্রিল রামপুর ইউনিয়নের আলগী তপাদার বাড়ীতে বড় ভাই সন্ত্রাসী সেলিম তপাদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ঘটনা ঘটে।