স্টাফ রিপোর্টার॥চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোর উপর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২২জুন শুক্রবার চাঁদপুর লঞ্চঘাটে এই অভিযান চলাকালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অপরাধে এম. ভি দেশান্তরকে লঞ্চকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি জীবনের ঝুকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ যাতে লঞ্চে না উঠে এ জন্য সকল যাত্রীসাধারনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও নারায়ন চন্দ্র পাল।
উল্লেখ: ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকেই ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশী যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চ ঘাট ত্যাগ করে লঞ্চগুলো। জীবীকার প্রয়োজনে অনেকটা বাধ্য হয়ে কর্মস্থলে যোগদানের উদ্দেশে এসব লঞ্চে যাত্রী হচ্ছে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু-কিশোর। জীবনের ঝুকি নিয়ে তাদের এই চলাচল বিষয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যার ফলশ্রুতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। সচেতন মহলেল দাবি এই অভিযান যাতে আরো কিছুদিন চলমান থাকে।