
চাঁদপুর শহরে সিএনজি স্কুটার ও অটো রিক্সা মালিক সমিতির নামে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে সিএনজি স্কুটার অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা চাঁদপুর মডেল থানায় অবস্থানসহ অনুলিপি প্রদান করেছেন। শহরে মালিক সমিতির নামে অবৈধভাবে চাঁদা বন্ধের দাবি ও চালকদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর প্রেরিত অনুলিপির কপি ট্রাফিক ইন্সপেক্টরের কাছে শ্রমিকরা প্রদান করেছেন।
গতকাল সোমবার সকাল ১০টায় জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেনের নেতৃত্বে প্রায় ২ শতাধিক শ্রমিক চাঁদপুর মডেল থানায় অবস্থান নেয়। এ সময় তারা পুলিশের কাছে অভিযোগ করেন জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আবুল হোসেন ও সদর থানা মালিক সমিতি সভাপতি কাজী ওমর ফারুক তার লোকবল দিয়ে অবৈধভাবে চাঁদপুর শহরের বেশ কয়েকটি স্থানে সিএনজি স্কুটার ও অটো রিক্সা থেকে ১০ টাকা হারে চাঁদা আদায় করে আসছে। যা সম্পূর্ণভাবে বেআইনী। চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মালিক সমিতির লোকজন চালকদের মারধর করে। শহরের নতুনবাজার-পুরাণবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটলে পুলিশ চাঁদা আদায়কারী ১ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানায় আসা শ্রমিকরা পুলিশের আশ্বাসে তারা পুনরায় তাদের স্ব স্ব অবস্থানে চলে যান। শহরের লেকের পাড় এলাকা ও বাবুরহাট-মতলব রোডের মাথায় চালকদের কাছ থেকে বেআইনী ভাবে চাঁদা আদায় বন্ধের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং চাঁদা বন্ধের দাবিতে চলতি বছরের ৫ জুলাই জেলা প্রশাসক বরাবর আবেদন করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গত কয়েক মাস ধরেই আবুল হোসেন ও কাজী ওমর ফারুক তাদের লোকজন দিয়ে বিভিন্ন স্ট্যান্ডে অবৈধভাবে চাঁদা আদায় করছে বলে শ্রমিকরা জানান।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) আরিচুল হকের সাথে আলাপকালে জানান, অবৈধভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে মডেল থানা পুলিশ চাঁদা আদায়কালে ১ জনকে আটক করেছে।