প্রতিনিধি
চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় অনেক তথ্য বেরিয়ে আসছে। শহরের কাজী ট্রেডার্সের কর্মচারী আঃ রব নাসিম (৫৫) শহরবাসী ও মালিককে বোকা বানিয়ে নাটক সাজাতে গিয়ে নিজেই এখন ফেঁসে গেছেন। স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে টাকা আত্মসাতের সাথে জড়িত নাসমিকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সময় ভুল তথ্য দেন। মঙ্গলবার তাকে আটকের পর গতকাল চাঁদপুর আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে আসামীর বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, শহরের বড় প্রতিষ্ঠানে চাকুরি করার কারণে সে অনেকটা বেপরোয়াভাবে চলাফেরা করতো। এ শহরে তার রয়েছে অনেক পরকীয়া প্রেমিকা। সকলের ধারণা পুলিশ যদি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন তাহলে কাজী ট্রেডার্সের ১৪ লাখ ৭ হাজার ৭শ� টাকা উদ্ধার হতে পারে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে কাজী ট্রেডার্সের টাকা উত্তোলনের জন্য নাসিম কয়েকটি ব্যাংকে যান। উত্তরা ও ইসলামী ব্যাংক থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৪ লাখ ৭ হাজার ৭শ� টাকা উত্তোলন করেন। পরে নিজেই অভিনয় করে মালিকদের জানান, তাকে ধোকা দিয়ে মলম পার্টির সদস্যরা পুরো টাকা নিয়ে গেছে। তিনি স্থানীয় জনতা ব্যাংকের সিঁড়িতে নিজের চোখে বাম লাগিয়ে পড়ে থাকেন।