চাঁদপুর শহরের যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নেতৃত্বে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রথম দফায় শহরের পালবাজার মোড়, পালবাজার কাঁচা বাজার ও কুমিল্লা সড়কের দু’পাশে অভিযান চালানো হয়। এ সময় রাস্তার দু’পাশে ফুটপাত দখল করে যারা দোকান সাজিয়ে বসেছে তাদেরকে ফুটপাত ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয় এবং ভবিষ্যতে আর ফুটপাত দখল করে না বসার জন্যে হুঁশিয়ার করে দেয়া হয়।
অভিযানের ২য় দফায় বিকেল সাড়ে ৪টায় শহরের কোর্ট স্টেশন এলাকার ফস্নাটফর্ম ও রেলওয়ে ঘুন্টিঘরের আশপাশে দখলকারী সকল ফল ব্যবসায়ীকে দোকান সরিয়ে ফেলার জন্যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এ সময় পুলিশ সুপার ঘুন্টিঘরের চারপাশে দখলকারী ফল ব্যবসায়ীদের বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল স্থাপনা সরিয়ে ফেলতে হবে। তা না হলে পরবর্তীতে অভিযানে তাদেরকে স্থায়ীভাবে মালামালসহ উচ্ছেদ করা হবে। পরে অভিযান টিম রেলওয়ে হকার্স মার্কেটসহ শহরের বেশ কটি গুরুত্বপূর্ণ সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফজাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলি, পুলিশ পরিদর্শক (নারী ও শিশু নির্যাতন সেল) হারুন-উর-রশীদ, মডেল থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকনসহ মডেল থানার বেশ কজন উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যরা।