প্রতিনিধি ==
চাঁদপুর শহরে ১৮ দলীয় জোটের ১৩১ ঘন্টার অবরোধ কর্মসূচির শেষ দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ২/১টি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরণের নাশকতামূলক ঘটনা ঘটেনি। অবরোধ কর্মসূচির শেষ দিনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট থেকে শুরু করে বাকিলা বাজার পর্যন্ত অবরোধকারীরা গতকালও সরকারি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। এ সড়কে হরতাল অবরোধ হলেই পিকেটাররা অসংখ্য সরকারি গাছ বলি দিয়ে রাস্তায় ফেলে রাখে। এতে করে ধ্বংস হচ্ছে সরকারি বনায়নের রোপনকৃত গাছ পালা। পিকেটাররা শহরের গুণরাজদী এলাকার রিক্সা ভাংচুর করে। শুধু এই এলাকায় নয়, শহরের বিপনীবাগ, পালবাজার এলাকা, বকুলতলা এলাকায় ছোট যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করেছে। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসনাতের নেতৃত্বে তাজুল ইসলাম পাটোয়ারী রতনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিল করেছে। মিছিলটি পুরো শহর ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় অবরোধের শেষ দিন জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মিছিল করেছে। জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কালীবাড়ি মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসিন রোড ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী, সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, সহ-সভাপতি আব্দুল কাদির বেপারী, ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ ১৮ দলীয় জোট নেতাকর্মীরা।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।