নির্বাচন কমিশনের অসাংবিধানিক ও বেআইনী বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের চিত্রলেখা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ আরিফ উল্যাহ, ছাত্রশিবির সভাপতি মোঃ মোসত্দফা কাউছারসহ নেতৃবৃন্দ। সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকার দেশে একদলীয় নীলনঙ্ার নির্বাচন বাস্তবায়নের জন্য জামায়াতের নিবন্ধন বাতিলের ষড়যন্ত্র করছে। নির্বাচনী ময়দান থেকে জামায়াতকে দূরে রাখার উদ্দেশ্যে নির্বাচন কমিশন অসাংবিধানিক বক্তব্য দিচ্ছে। তারা বলেন, জামায়াতে ইসলামী এদেশের প্রাচীনতম ইসলামী সংগঠন। গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক ঐতিহ্য শুধুমাত্র জামায়াতে ইসলামীরই রয়েছে। কাজেই সরকার জামায়াতের বিরুদ্ধে কোনো অন্যায় প্রদৰেপ গ্রহণ করলে এদেশের গণতন্ত্রকামী ইসলাম প্রিয় মানুষ প্রতিবাদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।