চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে আগুনে দু’টি বসত ঘর সম্পূর্ণ ও একটি বসতঘরের আংশিক পুড়ে ছাই হয়েগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে ওই গ্রামের গোলাম আলী শেখ বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ীর লোকজন বলেছেন, ওই বাড়ীর আনোয়ার শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দুপুর ১টার দিকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শান্তনা দেন।
ওই বাড়ীর লোকজন জানায় ও ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন জানান, আনোয়ার হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূতপাত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপূর্বেই দু’টি বসতঘর ও একটি ঘরের আংশিক পুড়ে যায়।
বাড়ীর লোকজন জানান, আগুনে ঘরগুলো থাকা সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। এতে দু’টি পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/