স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তবে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যে ১২জনকে প্রাধান্য দেয়া হয়েছে তারাই হয়তো ধানের শীষ প্রতীক পেতে যাচ্ছেন। জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির নীতি নির্ধারকরা দলীয় মনোনয়নের জন্যে গতকাল শনিবার রাতে ঘরোয়া সভা করেছেন। আজ সম্ভাব্য তালিকা নিয়ে নেতৃবৃন্দ ঢাকা যাবেন। তাই আজই হয়তো চূড়ান্ত প্রার্থী ঘোষণা হতে পারে। দলীয় নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে দলীয় একাধিক সূত্র থেকে জানা যায়, চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে যে ১২টি ইউনিয়নের নির্বাচন এ দফা হচ্ছে সে ১২টির ১১টিতে বিএনপি ও ১টিতে জোটের হিসেবে জামায়াতের প্রার্থী দেবে বিএনপি।
চাঁদপুর সদর উপজেলার ১২ ইউনিয়নে বিএনপি ও জোটের যারা মনোনয়ন পেতে যাচ্ছেন তারা হচ্ছেন : ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, ২নং আশিকাটিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, ৩নং কল্যাণপুরে মোঃ সাইফুল ইসলাম, ৪নং শাহমাহমুদপুরে বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ, ৫নং রামপুরে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, ৬নং মৈশাদীতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, ৭নং তরপুরচ-ীতে বর্তমান চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, ৮নং বাগাদীতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, ১১নং ইব্রাহিমপুরে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন পটোয়ারী, ১২নং চান্দ্রায় সদর থানা জামায়াতের সাধারণ সম্পাদক শাহজাহান খান, ১৩নং হানারচরে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী এবং ১৪নং রাজরাজেশ্বরে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন প্রধানীয়া।