স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে এপ্রিল মাসের বিশেষ ভিজিএফ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে । শুক্রবার (২০ এপ্রিল) সকাল থেকে একটানা বিকাল পর্যন্ত ইউনিয়নের ১ হাজার ৯শ’ ৫৮ জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আঃ জব্বার পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সরকার, যুবলীগের আহবায়ক আলমগীর শেখ, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবু,ফাহিমুল ইসলাম শশী, ইউপি সচিব মো. বিল্লাল হোসেন, ইউপি সদস্য কালু, মজিব, ছিদ্দিক, আকতার, জাহাঙ্গীর, মিজান, কাদির গাজী, খাদিজা খাতুন প্রমুখ।চেয়ারম্যান জানান,ডিজিটাল স্কেলে চাল মেপে জেলেদের চাল দেয়া হচ্ছে। আমাদের ইউনিয়নের জেলেরা জাটকা ধরে না। অন্য ইউনিয়নের জেলেরা আখনেরহাট এলাকায় এসে জাটকা ধরে। আমার কঠোর নির্দেশ জাটকা ধরলে সেই জেলে চাল পাবে না এবং কার্ড বাতিল করা হবে।