শাহরিয়া খান কৌশিক ॥
পূর্ব শত্রুতার জের ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সন্ত্রাসী হামলায় দেশীয় অ¯্ররে আঘাতে ফয়সাল খান (২০) নামে এক যুবক রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, পালপাড়া আলী খানের ছেলে ফয়সাল খান তার বন্ধদের নিয়ে সকালে সরকারি কলেজ মাঠে ক্রিকেট খেলতে আসে। এই সময় কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলার জন্য প্রস্তাব দেয়। শিক্ষার্থী কয়েকজনকে না নেয়ায় এ নিয়ে ক্রিকেট ব্যাট ভেঙ্গে ফেলে উভয় পক্ষ বাক বিতন্ডায় লীপ্ত হয়। ঘটনাস্থলে থাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উভয় পক্ষকে মিমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর ফয়সাল খানের প্রতিপক্ষ গ্রুপ খবর পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে কলেজ মাঠে এসে তাকে কুপিয়ে জখম করে। এই সময় তার পীঠে ও পায়ে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তার অবস্থায় অবনতি দেখলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করার পর সেখান তাকে পঙ্গু হাসপালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, ফয়সাল খান ছাত্রদলের নেতা হওয়ায় প্রতিপক্ষ কোড়ালিয়ার অপু পাটওয়ারী, রুবেল খন্দকার, আরিফসহ কয়েকজনের সাথে পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে জগড়া হয়। ঘটনার সময় ক্রিকেট খেলার ঘটনাকে পুজি করে পূর্বের শত্রুতা উদ্ধার করতে এই হামলার ঘটনা ঘটায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চালায়।