
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর স্টেডিয়ামে ৩য় দিনের খেলায় জয় পেয়েছে শার্ক ও ঈগলস। দিনের প্রথম খেলায় চাঁদপুর ব্লুজ কে হারিয়েছে শার্ক ও দিনের ২য় খেলায় টাইগার্স কে হারিয়েছে ঈগলস।
ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর আয়োজনে সোমবার সকালের ম্যাচে অংশ নেয় চাঁদপুর ব্লুজ ও চাঁদপুর শার্ক। ব্লুজ প্রথমে ব্যাট করে ১৭ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ৯৯ রান করেন। দলের পক্ষে তরুন সব্বোর্চ ৩৯ রান করে।
চাঁদপুর শার্ক ১০০ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ২ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেন। দলের পক্ষে ব্যাট হাতে ইমন সব্বোর্চ ৪২ রান করে।
সকালের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নিবাচিত হন ইমন। সেরা বোলার শাওন ও সেরা ব্যাটসম্যান তরুন।
দিনের ২য় খেলায় অংশ নেয় চাঁদপুর ঈগলস ও চাঁদপুর টাইগার্স। চাঁদপুর ঈগলস প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫১ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সিয়াম ৭১ রান করে।
চাঁদপুর টাইগার্স ১৫২ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ১৬ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১১০ রান করেন। ঈগলসের পক্ষে সাকিব ৪ ওভারে ১৪ রানে ৩ টি উইকেট নেন।
বিকেলের ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হিসেবে নিবাচিত হন সিয়াম। সেরা বোলার নিবাচিত হন সাকিব এবং সেরা ব্যাটসমান হন তরুন।
চাঁদপুরনিউজ/এমএমএ/