শওকতআলী॥ চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার,-হেড বুকিং সহকারীসহ ৭ জন কর্মচারীর-বিদায় সংবর্ধনা অত্যান্ত জাঁকজমক পূর্ন পরিবেশে,রেলওয়ের কর্মকর্তা,কর্মচারী,ব্যবসায়ী ও সুধিজনের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে অফিসার্স রেস্টহাউজে সকল পর্যায়ের সুধিজনের উপস্থিতির মধ্যদিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নবাগত স্টেশন মাস্টার মো: জাফর আলম ও অনুস্টান পরিচালনা করেন রেলওয়ে শ্রমিকলীগ নেতা মো: জুয়েল পাটওযারী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিযাছ,সাংবাদিক মোহাম্মদ শওকতআলী, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহআলম বেপারী,চাঁদপুর রেলওয়ে বিদ্যুৎ ইনচার্জ মো: বিল্লাল হোসেন,হেডটিএক্যআর মো: জাহাঙ্গীর আলম ও চাঁদপুর মৎস্য বনিক সমিতির সাধারন সম্পাদক মো: শবেবরাত কোম্পানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নিরাপত্তা হাবিলদার মো: খোরশেদ আলম,রেলওয়ে (অব:) কল্যান সমিতির সভাপতি পিযুষ কান্তি রায়, হেড বুর্কি মো: আ: ছালাম সরকার,সহকারী স্টেশন মাস্টার শিমুল মজুমদার,বিদায়ী অতিথি মো: শাহজাহান মিয়া, মো: শহিদুল্লাহ সরকার প্রমুখ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন, মো: শোহেব শিকদার,সহকারী স্টেশন মাস্টার চাঁদপুর।
বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ন চাঁদপুরস্থ রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার,হেড বুকিং সহকার্রী মো: শাহজাহান মিয়া,মো: রফিকুল ইসলাম,পার্শেল সহকারী মো: শহীদুল্লাহ সরকার,পিম্যান মো: ইমরান হোসেনও পিম্যান মো: সফিকুল ইসলামকে অবসর জনিত কারনে ও মো: মারুফ হোসেনকে বদলী জনিত কারনে মোট ৭জনকে বিদায় সংবধর্না দেওয়া হয়। চাঁদপুর স্টেশনের রেলওয়ে স্টাফদের অন্যত্র বদলীর কারনে চাঁদপুর স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সারোযার আলম। তিনি তার বক্তব্যে বলেন, আমি অল্প কিছুদিন পূর্বে চাঁদপুর রেলওয়ে থানায় যোগদান করেছি। এ সময়ের মধ্যে বুঝতে পেরেছি বিদায়ী স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার অত্যান্ত ভাল এবং এক জন দক্ষ্য স্টেশন মাস্টার ছিলেন। রেলওয়ের স্বার্থে স্টেশন এলাকায় কাজ করতে হলে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। তাহলে এখানে ভাল পরিবেশ সৃস্টি হবে এবং জনসাধারন রেলওয়ে কাছ থেকে ভাল সেবা আশা করতে পারবে। পুলিশকে সহযোগিতা করলে পুলিশ ভাল ভাবে তাদের কাজ করার উৎসাহ পাবে। তিনি আরো বলেন,এ এলাকার আইন- শৃংখলা ভাল রাখার প্রয়োজনে সকল পর্যায়ের মানুষের কাছে আমি সহযোগিতা চাই। আপনারা পুলিশকে সব সময় সহযোগিতা করবেন।
বিদায়ী সংবর্ধিত অতিথি মোহাম্মদ হোসেন মজুমদার বলেন,আপনাদের ভাল বাসা নিয়ে বিদায় নিতে পেরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। তিনি আরো বলেন,আপনাদের মাঝ থেকে যে ফুল দিয়ে বিদায় দিয়েছেন, তাতে মনে করছি চিরবিদায় নিয়ে পৃথিবী থেকে চলে যাচিছ। যতদিন এখানে চাকরী করেছি,ততদিন কোন স্টাফকে আমার অধিনের কর্মচারী মনে করিনি। সকলকে সহকর্মী ভাই মনে করেছি। আমি বিদায় কালে সকলের কাছে দোয়া চাই। আমি এ বিদায়কে মনে করি মৃত্যুর লক্ষন। আমাকে বিদায় দেওয়া হচেছ,মনে করি মৃত্যু পথের যাত্রী হতে যাচিছ।
নবাগত স্টেশন মাস্টার মো: জাফর আলম বলেন,বিদায় আর চিরবিদায় মানে অত্যান্ত বেদনাদায়ক। বিদায়ী স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার ভাল ছিলেন বলে সকলে বলেছে। আমিও তার সম্পকে অনেক আগ থেকে ভাল হিসেবে জানি। তার মঙ্গল কামনা করে তাকে আগামী জীবনে আল্লাহ যেন ভাল রাখের সে কামনা করছি। আমি অবশ্য চেস্টা করবো সঠিক ভাবে কাজ করতে। পূর্বের মাস্টারের সন্মান রাখার চেস্টা করবো। এ ছাড়া তিনি সকলের কাছে প্রতিনিয়ত সহযেগিতা কামনা করেন।