চাঁদপুর-২ আসনের এমপি এম রফিকুল ইসলামের পিএস যুবলীগ নেতা মোঃ খবির হোসেন (৪০)-কে লাইফ সাপোর্ট দিয়ে ধানমণ্ডিস্থ গ্রীণ লাইফ হাসপাতালে বাঁচিয়ে রাখা হয়েছে। খবিরের বড় ভাই মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা করেছেন। মামলা নং-০৬, তারিখ: ৩০/০৮/২০১২।
চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈকত শাহিন ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈকত শাহিন বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দোষী কেউ ছাড় পাবে না। এলাকার লোকজন দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে খবির হোসেনের উপর অতর্কিত হামলার ঘটনায় আটক দু’ জনের মধ্যে মামলার এজহারভুক্ত আসামী নজরুল ইসলাম (২২)-কে ৩১ আগস্ট চাঁদপুর আদালতে হাজির করতে নিয়ে যান থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী ও এসআই শাহ্আলম। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, আটক নজরুল ইসলাম গত ২৯ আগস্ট মধ্য রাতে এমপির পিএস খবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে যে পরিকল্পিত হামলা হয়েছে ঐ ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে’র নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
অপর সন্দেহজনক আটক নূরুন নবীকে রিমান্ডের আবেদন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি সম্পদ ভাগ-বাঁটোয়ারা, এমপি’র পিএস নিয়ে আভ্যন্তরীণ কোন্দল, নিজ আত্মীয় ও দলীয় ক’জন নেতাকে এমপির নাম ভাঙ্গিয়ে যেনো কোনো কর্মকাণ্ড করতে না পারে এ বিষয়ে সমপ্রতি সতর্ক করে দেয়ার বিষয়সহ ক্ষমতা ভাগাভাগি নিয়ে এমপির ব্যক্তিগত পিএস খবিরকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। খবির হোসেন এমপির ব্যক্তিগত পিএসের দায়িত্ব পাওয়ার পর থেকেই কিছু সংখ্যক লোকের সাথে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়। ঐ ঘটনার রেশ ধরে দীর্ঘ কয়েকদিন যাবৎ খবির হোসেনকে হত্যার পরিকল্পনা করে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
গত ২৯ আগস্ট মধ্য রাতে খবির হোসেনের উপর অতর্কিত হামলার পর থেকেই এমপির ভাতিজা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী দুলাল দেওয়ানসহ অনেক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছে। খবিরকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে এমপির ছোট ভাই তৌফিক দেওয়ানের নামও দলীয় কিছু সংখ্যক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, খবির হোসেন উপজেলা যুবলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং গত ইউপি নির্বাচনে উপাদী উত্তর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চাঁদপুর নিউজ সংবাদ