প্রেস বিজ্ঞপ্তি ঃ চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনী মরহুমা রুবী ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদআছর মেহার কালিবাড়ি বাজার জামে মসজিদে শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। ওই সময় মসজিদের খতিব মাওঃ মোঃ শাহাজানের পরিচালনায় মিলাদ মাহফিলে গণমাধ্যমকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন পৌরসভার গুলাচি বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মাছুম বিল্লাহ। তিনি মরহুমা রুবী ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া তিনি সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু সহ মুসলিম উম্মার শান্তির কল্যাণে দোয়া কামনা করেন।
পরে সন্ধ্যায় শাহরাস্তি প্রেসকøাবে মরহুমার বর্ণাঢ্যময় জীবনি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুণ কবিরের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় আলোচকগণ তার জীবনীর উপর বিষদ আলোকপাত করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি সহকারি অধ্যাপক মোঃ আবুল কালাম, মোঃ ফারুক চৌধুরী, সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সম্পাাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ ও মোঃ ফয়েজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসাইন খান, কার্য নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু, সহ-সাংগঠনিক মোঃ নোমান হোসেন আখন্দ, সহ-অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহিউদ্দিন।
প্রেসক্লাবের নামে বরাদ্দকৃত ভূমিতে অবকাঠামো নির্মানসহ এ কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার
বিষয়ে সকল সদস্য সভায় সম্মতি জ্ঞাপন করলে তা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।
শিরোনাম:
বুধবার , ১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।