চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহার অবসরজনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় কলেজের নবনির্মিত শহীদ রাজু ভবনে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁসক উপাধ্যক্ষ ড. এ এস এম দেলোযার হোসেন। অনুষ্টানের শুরুতে বিভিন্ন বিভাগের শিক্ষকদের ও বিএনসিসি. রেডক্রিসেন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন, পুরান বাজার কলেজ বিশ^ বিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, চাঁসক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মোঃ চিশতী, মোঃ বেলাল হোসাইন, আলউিদ্দিন, ওমেশ চন্দ্র রোধ, সুভাষ চন্দ্র রায়, সাজ্জাদ হোসেন মজুমদার, মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসিত বরন দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওযাত করেন ইসলামী স্টাডিস বিভাগীয় প্রধান হাফেজ মোঃ রুহুল আমিন, গীতাপাঠ করেন ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান চিত্তরঞ্জন দেবনাথ ও বাইবেল পাঠ করেন রাষ্ট্রবিঞ্জান বিভাগীয় প্রধান ড. ম্যথিউ সরজ বিশ^াস। উল্লেখ্য প্রফেসর মিহির লাল সাহা চাঁদপুর সরকারি কলেজে ২০১০ সালের ১৭ মে যোগদান করেন। তিনি ১৯৫৬ সালে ভোলা জেলার মধুপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা স্বর্গীয় জগদ্ববন্ধু সাহা। মাতা স্বর্গীয় জ্যোতির্ময়ী সাহা। চর সেকান্দর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর সমাপন করে আলেকজেন্ডার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে মেট্রিক পাশ করে তিনি চট্রগ্রাম বিশ^বিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৮০ সালে আলেকজেন্ডার কলেজে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি আসম আব্দুর রব কলে, নজিপুর কলেজ, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ, নোয়াখালি সরকারি কলেজে অধ্যাপনা করেন। সংসার জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার বড় ছেলে জয়ন্ত প্রসাদ সাহা। ছোট ছেলে সুব্রত বিকাশ সাহা। এক মাত্র কন্যা শ্রাবনী সাহা। স্ত্রী শ্রীমতি শিপ্রা সাহা।