ও মোর বানিয়া বন্ধুরে/ একটা তাবিজ বানায়া দে… এ গানটি শুনেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠেই।
প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের সেরা আবিষ্কার ছিলেন সালমা আক্তার।
ক্লোজআপ ওয়ান তারকা সালমা এতোদিন ছিলেন চেয়ারম্যানের বউ। তবে এবার তিনি হয়ে গেছেন এমপির বউ। সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে তার স্বামী শিবলী সাদিক আওয়ামী লীগের এমপি হওয়ায় বদলে গেছে তার পরিচয়। পাড়া মহল্লার ভাবী-বান্ধবীদের কাছে এখন তিনি এমপির বউ হিসেবেই পরিচিত। নতুন এই সম্বোধন নাকি বেশ ভালোভাবেই উপভোগ করছেন ছালমা।
নির্বাচনের বেশ আগে থেকেই দিনাজপুরে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন ছালমা। নির্বাচনে জেতার পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন তিনি। সামনের সপ্তাহে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।