মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে পৌর পার্টি অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত। তারই ধারাবাহিকতায় প্রতিটি জেলা উপজেলায় সুশৃঙ্খলভাবে চলছে আওয়ামী লীগ। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এবং শেখ হাসিনার উন্নয়ন কাজকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে।
ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হানান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজির সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামান সরকার প্রমুখ।
এসময় ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/