আবু সাঈদঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন-২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময় ছিল বিএনপি দুঃশাসনের আমল। এসময়ে মানুষ নিরাপদে ছিল না। জনকল্যানে তাদের কোন আগ্রহ ছিল না, নিজেদের আখের গুছাতে তারা ছিল ব্যস্ত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ নিরাপদে জীবনযাপন করছে। এ সরকার জনগনের কল্যানে ও রাষ্ট্রের উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে নেতৃত্বে দেশের উন্নয়ন হয়, মানুষের মঙ্গল হয়, সে নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিন। এদেশে জঙ্গিবাদের স্থান নেই। জঙ্গিবাদ ও অপশক্তি যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আপনারা সর্বদা সতর্ক থাকবেন। আজ আমি কচুয়ার কয়েকটি ব্রীজ নির্মান, রাস্তা পাককরন সহ কৈটবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করেছি। কৈটবা এলাকায় আরও ক’টি রাস্তা পাকা-করনের দাবী তুলেছেন, এসব রাস্তার পাকা-করন কাজও শীঘ্রই সম্পূর্ন করা হবে বলে কথা দিচ্ছি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের কল্যানে কাজ করে যাবো। তিনি সোমবার কচুয়া উপজেলা কৈটবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত ভবন শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সহিদ উল্ল্যা। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন-গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম মুক্তার, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা খলিলুর রহমান ও জাকির হোসেন।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।