মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার বিকাল ৪টায় শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে আওয়ামীলীগ সরকারের যে উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে তা তৃনমূল জনগণের নিকট পৌছে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে ঘোষণা করেছেন। সেই লক্ষে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত আছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমূল জনগণকে শাহরাস্তি হাজীগঞ্জ তথা সারাদেশে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা জনগণের মাঝে পৌছাতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ রেজোয়ানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, প্রকল্প বাস্তবায়ন ইঞ্জি. মোহাম্মদ আশেকুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ। উন্নয়ণ সমন্বয় কমিটির মতিবিনিময় সভায় ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, উন্নয়ন কমিটির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/সম্পাদক, ইউনিয়নের সভাপতি/সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।