মতলব উত্তর: মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ব্যক্তি ৩মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় মজিবুর রহমান ঢালী মৃত্যু বরণ করেন। গত বুধবার রাতে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মজিবুর রহমানের ২ছেলে ও ২মেয়ে ।মামলা সূত্রে জানা যায়, ৩জুন মতলব উত্তর থানার পূর্ব নাউরী গ্রামে মজিবুর রহমান ঢালী নিজ বাড়ীর বসত ঘরের উপরের গাছের ডালা পরিস্কার করার সময় পাশের বাড়ির ইদ্রিস মিজি ইট দিয়ে মাথায় আঘাত করে। ইটের আঘাতে মজিব গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসক ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। ঢাকার মিডফোর্ড হাসপাতালের চিকিৎসকরা মজিবুর রহমানকে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, ইটের আঘাতে মাথায় গুরুত্বর জখম হয়। তারপর ক্যান্সার ধরা পরে। গত বুধবার সকালে শশুরালয় নারায়ণগঞ্জে মারা যায়। দুপুরে নিহতের লাশ নিজ বাড়ী পূর্ব নাউরী ঢালীতে নিয়ে আসলে আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও গ্রামবাসী নিহত মজিবের লাশ শেষ দেখার জন্য ছুটে আসে।
জুন মাসে সংঘর্ষের পর মতলব উত্তর থানায় অভিযোগ করা হয়েছিল। কয়েকবার স্থানীয়ভাবে সালিশ করেও কোন সুরাহা হয়নি।
নিহত মজিবের ছোট ভাই তৈয়ব আলী বাদী হয়ে বুধবার রাতে মতলব উত্তর থানায় ইদ্রিস আলী মিজিকে প্রধান আসামী করে ৩ জনের বির“দ্ধে হত্যা মামলা দায়ের করে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পূর্ব নাউরী কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।