স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে প্রাক নির্বাচনী পরীক্ষার্থী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেন নির্বাচনী পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষার উপর ভিত্তি কওে ফরম পূরনের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা গত বোর্ড পরীক্ষার ফলাফলের পর একটি ফলাফল পর্যালোচনা কমিটি করেছি। কমিটি শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু সুপারিশ করেছে। তার মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার কারিকুলাম দিন দিন পরিবর্তন হচ্ছে। সরকার চাচ্ছে যারা সকল বিষয়ে উত্তীর্ন হবে তাদেরকে ফরম পূরনের সুযোগ দেওয়ার জন্য। তাই আমরা এ বছর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফরম পূরন করব। সরকারের এই আদেশ সকল শিক্ষকদের জন্যই কার্যকর হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার আপনাদের সন্তানদের পড়ালেখার খোজ খবর নিবেন। তারা ঠিকমত কলেজে আসে কিনা তার খোঁজ নিবেন। প্রাক-নির্বাচনী ও নির্বাচনী এই দুই পরীক্ষার সমন্বয়ে ফরম পূরন করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসতে হবে। মাসে একবার হলেও অভিভাবকরা কলেজে যোগাযোগ করে সন্তানের পড়াশুনার অবস্থা সম্পর্কে জানতে হবে। এত শিক্ষার্থীদের পড়া-লেখার মান বৃদ্ধি পাবে। আপনার এই মনিটরিং সবসময় করলে শিক্ষার্থী নিয়মিত ক্লাস করবে। ভবিষ্যতে যারা ১ম বর্ষ সমাপনী পরীক্ষায় ফেল করবে তাদেরকে দ্বাদশ শ্রেনিতে ওঠার অনুমতি দেওয়া হবেনা। যারা কলেজে উপস্থিত থাকবেনা তাদেরকে জরিমানার আওতায় আনা হবে। আপনারা আপনাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন তারা কি করে কোথায় যায়। ভালো ফলাফল করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। তাহলেই ভালো ফলাফল করা সম্ভব।
তিনি আরও বলেন, আমরা চাই ভালো ফলাফল। তোমরা ভালো ফলাফল করে কলেজের সুনাম বয়ে আনবে। এ কলেজে সকল বিষয়ে শিক্ষক রয়েছে। এই কলেজটি চাঁদপুর সদর উপজেলা প্রথম বেসরকারি কলেজ। যিনি এটি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন বিশিষ্ট শিক্ষাবিধ ও সমাজসেবক মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। ওনার জন্যই আজ শাহতলী এলাকা শিক্ষার আলোয় আলোকিত। আমাদের কলেজে অবকাঠামোর কিছু সমস্যা ছিল। তা এখন আর নেই। মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সহযোগিতায় এ কলেজসহ শাহতলী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে।
এ সময় আরো বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মো: শহিদুল্লাহ, জেসমিন আক্তার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ইফরাত জাহান সাবিহা, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আরমান কবির।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মো: গোলাম সারওয়ার, বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারি অধ্যাপক সামিমা আক্তার, সমাজকর্ম বিষয়ের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি মো: নুরুল বাতেন, প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক মো: মঞ্জুরুল আলম পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, গভনির্ং বডির সদস্য ইউপি মেম্বার মোস্তফা খান ,গভনির্ং বডির সদস্য মো:জাকির হোসেন গাজী,কলেজের সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীর চর্চা শিক্ষক হালিমা বেগম, অভিভাবক প্রজলাল সরকার, মো: জাকির হোসেন, মো: সেলিম গাজী, মো: দুলাল খান, আব্দুর রহমান খান, মো: বিল্লাল গাজী, মো: রুহুল আমিন খান, সাব্বির আহমেদ, মোজাফর খান, জগন্নাথ সরকার, জয় কুমার ভক্ত, হোসনেয়ারা বেগম, ফাতেমা বেগম, রাবেয়া বেগম, মুক্তা আক্তার, ছায়েরা বেগম, ফাহিমা আক্তার, নাছরীন বেগম, সাহিনা বেগম, মরিয়ম বেগম, রিনা আক্তার, ছালেহা বেগম, মিনু বেগম, ফারিয়া বেগম, ঝর্না বেগমসহ অন্যান্য অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
