অভিজিত রায় ।্
জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সদর উপজেলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় পৌরপাঠাগারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বর্তমান সভাপতি ডা. দীপু মনি এমপি। তিনি বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর পর আবার সম্মেলন হচ্ছে। সুযোগ এসেছে পরিবর্তনের। নৌকার ঐতিহ্যকে ধরে রাখতে হলে আপনাদেরকে সঠিক সীধান্ত নিতে হবে। মাছের মাথা থেকে পচন শুরু হয়। তাই আমাদের প্রথমেই মাথাকে রক্ষা করতে হবে। বিগত দিনে অনেক ক্ষেত্রে জেলা আওয়ামীলীগের সহযোগিতা পাইনি, সেটা আমার ব্যর্থতার কারনে হতে পারে। শীর্ষ নেতৃবৃন্দকেও কাছে পাইনি।
দীর্ঘ ১১ বছরের দুটি বর্র্ধিত সভা হয়ে, এতে নেতাকর্মীদের মাঝে দুরত্ব বেড়েছে। এতে করে দলের ক্ষতি হয়েছে। সম্মেলনে সঠিক নেতৃত্বেকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। তৃনমূল রাজনীতি থেকে ওঠে আসা যোগ্য ব্যাক্তিকে অবিভাবক বানাতে হবে। আমরা যেন তাদের কাছে যেতে পারি। প্রক্রিয়া শুধু রেখে গঠনতন্ত্র মোতাবেক ভোটার তালিকা প্রনয়ন করতে হবে। কাউন্সিলরদে তালিকা যেন শুদ্ধ ও সঠিক হয় সেদিকে নজর দিবেন। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ক ও দলকে শক্তিশালী সম্মেলন সুষ্ঠ হওয়া বাঞ্চনীয়।
সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
সদর উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলী আশরাফ মিয়াজীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জল হোসেন মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদ উল্লা খান, মাসুদুর রহমান পাটওয়ারী, শামছুল হক, যুগ্ম সম্পাদক ফজলুল হক মিজি, আব্দুল আজিজ খান বাদল, রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দর জাকির হোসেন জয়নাল ও আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।