রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মেঘনা নদীর লগ্গিমারা চর এলাকা থেকে ৮ টি বাল্কগেট সহ ৫০ লক্ষ টাকার গাছ আটক করেছে। জানাযায়, অবৈধভাবে মেঘনায় দীর্ঘদিন একটি চক্র কাঠ,তেল,সহ বিভিন্ন চোরাকারবারি করে আসছিলো। এরই সুত্র ধরে উদ্ধার হওয়া গাছ ও বাল্কগেট আটক করা হয়। আটককৃত অবৈধ গাছ স্বরুপকাঠি থেকে ঢাকা মুন্সিগঞ্জ সহ আশে পাশের এলাকায় পাচার হচ্ছিলো। খবর পেয়ে বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও নৌ পুলিশ ফিাঁড়ির এএসআই ফারুক সঙ্গিয় পুলিশ সদস্যদের নিয়ে মেঘনা নদীর লগ্গিমারার চর এলাকা থেকে একে একে অভিযান চালিয়ে ৮ টি বাল্কগেট সহ ৫০ লক্ষ টাকার গাছ আটক করা হয়। আটককৃত বাল্কগুলো হচ্ছে এমভি আািরফুল, এমভি আফছানা মিমি, মায়ের বাধন, মায়ের দোয়া, অনিকঅনিকা, ফজর, মারূফ সাফুর, রফিক-নুরূল পরিবহন। আটককৃত বাল্কগেট ও গাছ চাঁদপুর নৌ ফাঁিড়তে নিয়ে আসা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে জানান বন্দর কর্মকর্তা।