চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে অবরোধের দ্বিতীয় দিন মিছিল, সড়কে বসে অবরোধ ও পিকেটিং করেছে জেলা ছাত্রদল। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রদল নেতা-কর্মীরা। মিছিলটি কলেজ থেকে বের হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে মিছিলটি শহর ঘুরে বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। আটক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটক কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম জুয়েল বক্তব্যে বলেন, বর্তমান দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বাকশালী আওয়ামী লীগ ভারতের কথায় এই দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা প্রধান বিরোধী দলে আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্থ করতে তার পুলিশ বাহিনী দিয়ে বিরোধী দলের আন্দালন সংগ্রামের মিছিলে গুলি করে নেতা-কর্মীদের হত্যা করছে। মিছিলের উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম জুয়েল, অলি আহমেদ চৌধুরী, মাহবুব খান মুন্না, সাইফুল ইসলাম, লিটন সরকার, জিয়াউর রহমান টিটু, ইউসুফ মিয়াজী, মোসলে উদ্দিন মাসুদ, অ্যাডঃ মঞ্জুরুল আলম মঞ্জু, ওমর ফারুক, মাহমুদ মেহেদী, মোঃ সেলিম, ইবনে মামুন, আলী রাজা, মোঃ ইয়াসিন, মোঃ সিজান, মোঃ রাব্বি, আব্দুল হান্নান, দিপ্ত, ইকরাম, হাসিব, হিমেল, হৃদয়, অরিণ, হাসিব, সালাউদ্দিন, শুভ, তানিম, আল-আমিন, সুলতান, সুমন, ইকবাল, মাসুম, নাসির প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।