চাঁদপুর নিউজ রিপোর্ট ফরিদপুর জেলাধীন সদর উপজেলার কৃতী সন্তান মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর জেলার ১৯তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তিনি গতকাল সোমবার রাতে বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। আজ ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার থেকে এ জেলার জেলা প্রশাসক হিসেবে তাঁর দাপ্তরিক কার্যকাল শুরু হবে। মেঘনা-পদ্মা-ডাকাতিয়া-ধনাগোদা বিধৌত চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়েই শুরু হলো তাঁর চাকুরি জীবনে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার প্রথম দায়িত্ব পালন। এর পূর্বে তিনি যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) পদে কর্মরত ছিলেন।
তাঁর সংক্ষিপ্ত জীবনী থেকে জানা গেছে, তিনি ২০তম বিসিএস-এ প্রশাসনিক ক্যাডারে চাকুরি পেয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি যশোর জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে যোগ দেন। সেখান থেকেই তাঁকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয়। ১ম প্রথম জেলা প্রশাসক ছিলেন জানিবুল হক (৫ জুলাই ১৯৮৬ সাল পর্যন্ত)। তারপর এসএম শামসুল আলম দ্বিতীয়, লস্কর আবুল কালাম তৃতীয়, মুহম্মদ আবুল কাশেম চতুর্থ, মোঃ ইয়াকুব আলী পঞ্চম, মোঃ গোলাম কিবরিয়া ৬ষ্ঠ, মোঃ খালিদ আনোয়ার ৭ম, মোঃ রেজাউল করিম ৮ম, আবু মোঃ মনিরুজ্জামান খান নবম, মোঃ আবদুর রব হাওলাদার দশম, মোঃ তাহেরুল ইসলাম একাদশ, মোঃ আবদুল খালেক দ্বাদশ, এস.এম. মনিরুল ইসলাম ত্রয়োদশ, আ.ক.ম. শাহীদুর রহমান চতুর্দশ, বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দিন পঞ্চদশ, প্রিয়তোষ সাহা ষষ্ঠদশ, মোঃ ইসমাইল হোসেন সপ্তদশ ও মোঃ আব্দুস সবুর মন্ডল অষ্টাদশ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।