জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। তিনি বলেন, আমাদের আদর্শিক পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে নেতৃত্ব শূন্য করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার আড়াই মাস পরে দেশে পুরোপুরি নেতৃত্ব শূন্য করতে তারই ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়। পঁচাত্তরের এ ঘাতকরা এখনো দেশেকে নেতৃত্ব শূন্য করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে, ভবিষ্যতেও তা থেমে থাকবে না। তাই আমাদের দেশের শক্রদের চিহ্নিত করতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
চাঁদপুর জেলা শাখার প্রতিটি নেতা-কর্মী বঙ্গবন্ধুর আদর্শকে মেনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। আগামী পৌরসভার নির্বাচনে আমাদের দলের মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে হবে। সকল মতপার্থক্য ভুলে আপনারা দলীয় স্বার্থে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আগামী মার্চ মাসের মধ্যে আমাদের দলীয় কার্যালয়ের বহুতল ভবনের কাজ শুরু হবে বলে আমি আশা করছি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী ও অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মহিলা লীগ নেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহআলম মিয়া, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, যুবলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক এসএম জয়নাল আবেদিন, বঙ্গবন্ধু ফাউণ্ডেশন সভাপতি অধ্যাপক মাসুদুর রহমান, জেলা যুব মহিলা লীগ সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক রুমা, পৌর কাউন্সিলর আয়শা বেগম, সাবেক ছাত্রনেতা ফেরদৌস মোর্শেদ জুয়েল, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন, তরুণ লীগের সাধারণ সম্পাদক কিশোর সিংহ রায় ও পৌর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক খোকন মজুমদার। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।