আজ পয়লা ফাল্গুন; শুরু হলো বসন্ত ঋতু। ষড়ঋতুর এই বাংলায় বসন্তই সবচেয়ে বেশি আবেদন জাগানীয়া। বসন্তেই সবচেয়ে বেশি প্রফুল্ল হয়ে ওঠে সে। আর শ্রীভাণ্ডারে এবার বাড়তি পাওনা ‘স্বরস্বতীর’ অধিষ্ঠান। জ্ঞান ও সুন্দরের অপূর্ব সম্মিলনই ঘটছে এবার। এর বাইরে যারা ‘ভালবাসা দিবস’র কথা বলে বাড়তি আনন্দ উৎপাদন করতে চান, ক্ষতি নেই। সবই বসন্তেরই মহিমা হয়ে থাকবে।
বসন্ত এলেই মানবপ্রাণে অফুরাণ চঞ্চলতার আবেশ ঘনিয়ে আসে। বসন্ত এলেই চনমনে প্রাণ অপূর্ব মাধুরীরাগে গেয়ে ওঠে- ‘আহা আজি এ বসন্তে…’। বিশুষ্ক হৃদয়ে ভালবাসার উন্মত্ত ঝড় তোলা প্রকৃতি অনবরত উসকানি দিয়ে যায়- ভালোবাসো, ভালোবাসো বলে।
সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। ফাল্গুনের এই মিষ্টি বিকালে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন।