চাঁদপুর নিউজ রিপোর্ট
গতকাল বৃহস্পতিবার সকালের ঝড়ের সময় বজ্রপাতে হানিফ তালুকদার (৫০) নামে স্থানীয় এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। এছাড়া ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। সকালে উপজেলার ধানুয়া ও শোভান এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। এছাড়া পূর্ব ধানুয়ায় বজ্রপাতে তিনটি গবাদি পশু মারা গেছে। আহতদের মধ্যে ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী আয়েশা আক্তার (১৫), আমেনা আক্তার (১৪), মমতাজ আক্তার (১৪) ও প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রোকন (১২) কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদিকে ঝড়ের সময় চাঁদপুর-ফরিদগঞ্জের ৩৩ কেভি লাইনের একটি খুঁটিসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়েছে। এছাড়া পুরো উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে বলে পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে। এ সময় বিভিন্ন লাইনে গাছ ভেঙ্গে পড়ায় ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহককে আগামী ২৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ধানুয়া ও শোভান এলাকার স্থানীয় লোকজন জানান, সকালে ঝড় শুরু হলে শোভান গ্রামের কাঠমিস্ত্রি হানিফ তালুকদার ধানুয়া এলাকার একটি বাড়ির টিনের চাল মেরামত করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার পাশে বজ্রপাত পড়লে এ সময় মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী আয়েশা আক্তার (১৫), আমেনা আক্তার (১৪) ও মমতাজ আক্তার (১৪) কে মাদ্রাসার শিক্ষকরা এবং স্কুলে যাওয়ার সময় বজ্রপাতে আহত প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রোকন (১২) কে তার স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
